নওগাঁয় ৪০ বোতল ফেন্সিডিল সহ উত্তম কুমার দেবনাথ (৩৬) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
নওগাঁ থানা পুলিশ জানান বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েলের নের্তৃত্বে এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোস্ত হাটি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উৎসব দই এন্ড মিস্টান্ন ভান্ডারের সামনে হতে উত্তম কুমার দেবনাথক নামে মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করা হয়।
আটক উত্তম কুমার দেবনাথ বগুড়া জেলার কাহালু উপজেলার পিলকুঞ্জু হিন্দুপাড়া গ্রামে শ্রীঃ হরিদাস চন্দ্র দেবনাথের ছেলে এবং নওগাঁ সদর থানাধীন চক দেবপাড়ার গঙ্গা প্রসাদের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়
এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মো:তৌহিদুল ইসলাম বলেন, আটক উত্তম কুমার দেবনাথ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এই সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।