ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্সের উইকেট কিপিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ টেইলর। কোচ হিসেবে যুক্ত হয়ে সারাহ গড়লেন নতুন এক ইতিহাস। এই প্রথম কোনও নারী কোচ হয়েছেন ইংল্যান্ডের ছেলেদের দলের।
সারাহ ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। উইকেটের পিছনে বিদ্যুৎ গতি আর ক্ষিপ্রতার জন্য বিখ্যাত ছিলেন তিনি। এছাড়াও তার ইনোসেন্ট চেহারা মন জয় করেছিল কোটি কোটি ক্রিকেট ভক্তের।
৩১ বছর বয়সী সারাহ ২০০৬ সালে খেলেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইংল্যান্ডের হয়ে ১০ টি টেস্ট, ১২৬ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৯০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রাপ্তির খাতাটাও বেশ সমৃদ্ধ সারাহ টেইলরের। হয়েছিলেন ২০১৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটের. এছাড়াও ইংল্যান্ডের ২০০৯ এবং ২০১৭ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। পাশাপাশি ২০০৯ সালে ইংল্যান্ড কে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ক্রিকেট মাঠের পাট চুকিয়ে সারাহ এবার প্রস্তুতি নিচ্ছেন সাসেক্স ক্রিকেট টিমকে উইকেট কিপিং কোচিং করানোর।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কিছুদিন সারা সাসেক্সের অস্থায়ী পদে কাজ করতেন। সেই সঙ্গে ইস্টবর্নের একটি স্কুলে কোচিং করাতেন। এ বার একেবারে নতুন দায়িত্বে। সারা বলেছেন, “আমি নিজের অভিজ্ঞতা সাসেক্সের উইকেটকিপারদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেটা যাতে ওরা ম্যাচে কাজে লাগাতে পারে।”